মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

করোনায় ভারতে একদিনে আরও ১ লাখ ৬০ হাজারের বেশি শনাক্ত

যাযাদি ডেস্ক
  ১৩ এপ্রিল ২০২১, ১০:০৫
করোনায় ভারতে একদিনে আরও ১ লাখ ৬০ হাজারের বেশি শনাক্ত
করোনায় ভারতে একদিনে আরও ১ লাখ ৬০ হাজারের বেশি শনাক্ত

করোনাভাইরাসের উচ্চ সংক্রমণে দিশেহারা ভারত। এই ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার এই দেশ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ লাখ ৬০ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৬০ হাজার ৬৯৪ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৮৮০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে।

এছাড়া মোট ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজারের বেশি সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। মৃতের হিসাবে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির অবস্থান অবশ্য চতুর্থ। আগের দিন ভারতে রেকর্ড ১ লাখ ৬৯ হাজার ৯১৪ জন শনাক্ত হয় যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এদিন মারা যান ৯০৪ জন।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ৭২ লাখ সাড়ে ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৫৮ হাজার ৬৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৪ লাখ সাড়ে ৩৩ হাজারের বেশি।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে