য়েক দশকের মধ্যে চীনে সবচেয়ে ভয়াবহ বন্যা- সিজিটিএন
কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে চীনে। মুষলধারে বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। সবচেয়ে বেশি প্লাবিত শহর গুয়াংডংয়ের ইংদেতে পানির স্তর তিনতলা পর্যন্ত বেড়েছে। অনেক বাসিন্দা ভবনে আটকা পড়েছেন। এছাড়া আরও কয়েকটি প্রদেশেও বন্যা দেখা দিয়েছে।
চাইনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) এর খবরে বলা হয়েছে, গুয়াংজু থেকে দুই লাখ ২৭ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
গুয়াংডং প্রদেশের শাওগুয়ানে কর্মকর্তারা বন্যা সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছেন। শহরটি মে মাসের শেষ দিক থেকে রেকর্ড বৃষ্টিপাত দেখেছে। গুয়াংডংয়ের কুইংগুয়ান শহরেও সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
যাযাদি/ এম
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd