শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ভারতের, পাকিস্তান বলছে মিথ্যাচার

যাযাদি ডেস্ক
  ০৯ মে ২০২৫, ১১:২৬
ফের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ভারতের, পাকিস্তান বলছে মিথ্যাচার
ছবি: সংগৃহীত

ভারতের সশস্ত্র বাহিনী দাবি করেছে পাকিস্তান কাশ্মীরের জম্মু ও উদমপুরে থাকা তাদের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি পাঞ্জাব রাজ্যের পাঠানকোটেও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের কথা উল্লেখ করেনি ভারতীয় কর্তৃপক্ষ। তবে পাকিস্তান ভারতের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেছেন, ভারতের হামলার পর থেকে এ পর্যন্ত তার দেশ নিজেদের রক্ষায় সাড়া দিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী অভিযোগ করেছে, বৃহস্পতিবার (৮ মে) দেশটিতে ভারতীয় ড্রোন হামলায় কমপক্ষে দুজন বেসামরিক লোক নিহত হয়েছে। খবর আলজাজিরার।

এদিকে, ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার (৯ মে) ভোরে দেশটির পশ্চিমাঞ্চলের সীমান্তে ড্রোন ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। ভারতীয় বাহিনী বলছে, ভারত শাসিত কাশ্মীর ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যে নিয়ন্ত্রণ রেখা জুড়ে অসংখ্যবার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি বাহিনী। ভারতের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ড্রোন হামলাগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে সমুচিত জবাব দেওয়া হয়েছে। ভারত এ বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি।

অন্যদিকে, সাম্প্রতিক দিনগুলোতে সীমান্ত অতিক্রম করে ভারতে হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে বিভিন্ন লক্ষবস্তুতে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ভারতের পোস্ট করা হামলার ছবির সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে