সাদামাটা জীবনযাপনের জন্য হোসে মুজিকা সারা বিশ্বের কাছে ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’হিসেবে খ্যাত ছিলেন।
গত বৃহস্পতিবার দেশটির হাজারো মানুষ তাদের প্রিয় ‘পেপে’কে শেষবিদায় জানাতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন।
তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও।
গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন হোসে মুজিকা। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহ দুই দিন রাখা হয়েছিল।
এ সময়ে প্রায় এক লাখ মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করেন।
সাবেক এই গেরিলাযোদ্ধা ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ের শাসনক্ষমতায় ছিলেন।
উরুগুয়েতে স্বৈরশাসনের সময় ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত কারাবন্দী ছিলেন হোসে মুজিকা।
পরে নির্বাচনের মাধ্যমে বামপন্থীদের ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
এক বছর আগে হোসে মুজিকার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়েছিল, পরে ক্যানসার তার যকৃতে ছড়িয়ে পড়ে।