রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

যাযাদি ডেস্ক
  ১৮ মে ২০২৫, ১০:৫৪
আপডেট  : ১৮ মে ২০২৫, ১১:৫৭
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে রক্তপাত বন্ধের বিষয়ে কথা বলতে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে নিজেই জানিয়েছেন।

এছাড়া ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি এবং ন্যাটো জোটের নেতাদের সঙ্গেও কথা বলবেন।

1

শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন,

ফোনালাপটি স্থানীয় সময় ১০টায় অনুষ্ঠিত হবে এবং এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটোভুক্ত কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন।

ট্রাম্প জানান তিনি তাদেরকে যুদ্ধ বন্ধের কথা বলবেন। একইসঙ্গে তার আশা, এটি একটি ফলপ্রসূ দিন হবে।

তিনি আরও বলেছেন, এটি অত্যন্ত হিংসাত্মক একটি যুদ্ধ, এটি কখনও শুরু হওয়া উচিত ছিল না। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবে।

ট্রাম্পের ঘোষণা আসল এমন এক সময়, যখন তার আগেরদিন শুক্রবার রাশিয়া ও ইউক্রেন ইস্তাম্বুলে আলোচনায় বসেছিল।

কিন্তু সেই আলোচনা থেকে কোনো ফল আসেনি। যদিও বন্দী বিনিময়ে সম্মত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে