মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসরাইল শখের বশে গাজার শিশুদের হত্যা করছে: ইয়ার গোলান

যাযাদি ডেস্ক
  ২০ মে ২০২৫, ১৭:১৫
আপডেট  : ২০ মে ২০২৫, ১৭:২১
ইসরাইল শখের বশে গাজার শিশুদের হত্যা করছে: ইয়ার গোলান
ছবি : সংগৃহীত

ইসরাইল এখন শখের বশে গাজার শিশুদের হত্যা করছে। এমন মন্তব্য করেছেন, ইসরাইলের বিরোধী দল ডেমোক্র্যাটস'র নেতা ইয়ার গোলান।

ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কেএএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

1

এছাড়া গাজায় চলমান যুদ্ধ ও বর্তমান সরকার নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

তিনি বলেন, যদি আমরা একটি সুস্থ ও বিবেকবান রাষ্ট্র হিসেবে আচরণে না ফিরি, তবে ইসরাইল দক্ষিণ আফ্রিকার মতো একঘরে রাষ্ট্রে পরিণত হবে।

একটি সুস্থ রাষ্ট্র কখনো বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে না, শিশুদের হত্যা করে না ও জনসংখ্যা উচ্ছেদের মতো লক্ষ্য নির্ধারণ করে না বলেও মন্তব্য করেন।

অন্যদিকে সরকারের নীতিকে ‘প্রতিহিংসাপরায়ণ ও নৈতিকতাবর্জিত’ উল্লেখ করেন।

ইসরাইলের অভ্যন্তরে সরকারের যুদ্ধনীতি ও মানবিক বিপর্যয় নিয়ে সমালোচনা দিন দিন তীব্র হচ্ছে।

গোলানের এই বক্তব্য সেই ক্ষোভেরই একটি প্রকাশ। এদিকে, তার এই বক্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

গোলানের বক্তব্যকে ‘অপবাদ’ ও ‘বন্য উসকানি’ হিসেবে বর্ণনা করেছেন নেতানিয়াহু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে