ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে রেকর্ড সংখ্যক আমেরিকান যুক্তরাজ্যে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে।
ব্রিটিশ হোম অফিসের তথ্য বলছে, চলতি বছর মার্চ পর্যন্ত ১২ মাসে ৬ হাজার ৬১৮ জন মার্কিন নাগরিক যুক্তরাজ্যের নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন।
যাদের মধ্যে, ১ হাজার ৯০০ জনই আবেদন করেছেন চলতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে।
আর এই তিন মাসে জমা পড়া আবেদনের সিংহভাগই এসেছে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পরে।
২০২৫ সালের শুরুতে আবেদনসংখ্যায় যে উল্লম্ফন দেখা গেছে, তা যেকোনো একক ত্রৈমাসিকের মধ্যে রেকর্ড সর্বোচ্চ।
অন্যদিকে এই পরিসংখ্যান এমন এক সময় সামনে এল, যখন ব্রিটেন সরকার অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সীমান্তের ওপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।
মার্কিন অভিবাসন আইনজীবীরা বলছেন, তাঁদের কাছে এখন আগের চেয়ে অনেক বেশি মানুষ যুক্তরাজ্যে অভিবাসনের বিষয়ে জানতে চাচ্ছেন বা পরামর্শ নিচ্ছেন।
অনেকে মনে করছেন, এই আগ্রহ বৃদ্ধির একটি বড় কারণ যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি।
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশটির রাজনীতি খুব বিভক্ত হয়ে পড়েছে—যেখানে সমাজে বিভক্তি ও উত্তেজনা বাড়ছে।
পাশাপাশি, ট্রাম্প প্রশাসন অভিবাসনের বিষয়ে অনেক কঠোর পদক্ষেপ নিচ্ছেন।
অনেকেই নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভবিষ্যতের আশায় যুক্তরাজ্যের মতো অন্য দেশে চলে যাওয়ার কথা ভাবছেন।
গত সোমবার (১২ মে) অভিবাসন সংক্রান্ত নতুন পরিকল্পনা ঘোষণা করে ব্রিটেন সরকার। নতুন নীতি অনুযায়ী, অধিকাংশ অভিবাসীকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ১০ বছর অপেক্ষা করতে হবে।
তবে, কেউ যদি প্রমাণ করতে পারেন যে তিনি দেশের অর্থনীতি ও সমাজে ‘বাস্তব ও স্থায়ী অবদান’ রেখেছেন, তাহলে তিনি ১০ বছর পূর্ণ হওয়ার আগেই আবেদন করতে পারবেন।
উদাহরণস্বরূপ, যারা নিয়মিত আয়কর দেন, ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) চিকিৎসক, নার্স বা হাসপাতালের কর্মী, বা ব্যতিক্রমী স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত আছেন—তাদের জন্য এই সুযোগ থাকবে।