রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

শেরপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

শেরপুর প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৮:৪০
শেরপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
ছবি: যায়যায়দিন

শেরপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

1
রোববার (২৫ মে) সকালে জেলা ভূমি প্রশাসনের উদ্যোগে ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ভূমি মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

জানা যায়, শেরপুরে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজেই গ্রহিতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৩ দিনব্যাপী এই ভূমি মেলা চলবে। মেলায় ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবাসমূহ গ্রহণ করার কলাকৌশল, ঘরে বসে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করা, অনলাইনে ই-নামজারির আবেদন করা, সরকারের প্রদেয় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ, জমির ই-পর্চা ও দাখিলা করার নিয়মসহ বিভিন্ন বিষয়ে মেলায় আগত দর্শনার্থীদের হাতে কলমে দেখানো এবং শেখানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে