রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মুকসুদপুরে ভূমি মেলা ও কুইজ প্রতিযোগিতা

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৮:৩৭
মুকসুদপুরে ভূমি মেলা ও কুইজ প্রতিযোগিতা
ছবি: যায়যায়দিন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ভূমি মেলা-২০২৫’।

রোববার (২৫ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম আক্তার।

1

জমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল ভূমি সেবার প্রচার এবং জটিলতা নিরসনের লক্ষ্যে আয়োজিত এ মেলায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জলিলপার ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রিমন বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সহকারী ভূমি কর্মকর্তা দেবাশীষ মন্ডল, পেশকার মনিরুজ্জামান, মুকসুদপুর সরকারি এস.জে. মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুবিন মুন্সী ও মুসলিমা আক্তার তারিন।ভূমি মেলা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও তাসনিম আক্তার।

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দিতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। গোপালগঞ্জের ৫ উপজেলায় রোববার সকাল ১০টা থেকে একযোগে ভূমি মেলা শুরু হয়েছে। চলবে আগামী মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংত্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। তারই আলোকে দেশের মানুষ বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, ই-পর্চার আবেদন, ভূমি সংত্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির নকশা সহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম আনলাইনের মাধ্যমে ঘরে বসেই সম্পাদন করতে পারছেন।

মুকসুদপুর উপজেলা ভূমি অফিস চত্বরে ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত ভূমি মেলায় মানুষ সহজভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিষ্ট্রেশন, ই-নামজারির আবেদন, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি বা আপিল, দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং সেবাগ্রহীতাদের বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান করার ব্যবস্থা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে