বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নাইজেরিয়ায় পশুপালক-কৃষকদের সংঘর্ষে নিহত ৪২

যাযাদি ডেস্ক
  ২৮ মে ২০২৫, ১৩:১৮
আপডেট  : ২৮ মে ২০২৫, ১৩:৩৬
নাইজেরিয়ায় পশুপালক-কৃষকদের সংঘর্ষে নিহত ৪২
নাইজেরিয়ায় পশুপালকদের একটি দল। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় পশুপালক-কৃষকদের সংঘর্ষে অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে। নাইজেরিয়ায় চারটি গ্রামে বহিরাগতদের হামলায় এ ঘটনা ঘটে।

গ্রামীণ কৃষকদের ওপর ওই হামলাগুলোর জন্য অভিযোগের তীর ছোঁড়া হয়েছে যাযাবর পশুপালকদের দিকে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

1

স্থানীয় কর্মকর্তা ভিক্টর ওমনিনের বরাতে রয়টার্স জানিয়েছে, শনিবার (২৪ মে) তিয়োলাহা এবং সে-উবিয়াম গ্রামে হামলায় ১০ জন নিহত হয়েছেন।

এরপর দিন নিকটবর্তী আহুমে এবং আওনদোনা গ্রামে পৃথক হামলায় ৩২ জন প্রাণ হারান।

তবে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন ওমনিন। মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, অবস্থা খুবই শোচনীয়। আপনাদের সঙ্গে কথা বলার সময়ও আমরা মরদেহ উদ্ধার করছি।

রয়টার্স জানায়, হামলার সময় এক ক্যাথলিক পুরোহিতকে গুলি করে আহত করা হয়। বেনুয়ে রাজ্যের গভর্নর হায়াসিন্থ ইরমেম আলিয়ার কার্যালয় থেকে জানানো হয়েছে, ওই পুরোহিতের আঘাত গুরুতর হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

হামলার ভয়াবহতা বর্ণনা করতে এক প্রত্যক্ষদর্শী বলেন, তারা দুই বছর বয়সী শিশুকেও হত্যা করেছে।

নাইজেরিয়ার মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলে ফুলানি গোত্রের যাযাবর পশুপালক ও স্থানীয় কৃষকদের মধ্যে সহিংসতা দীর্ঘদিনের সমস্যা। খোলা চারণভূমি থেকে পশুর পাল কৃষিজমিতে ঢুকে পড়া থেকে সাধারণত বিরোধের শুরু হয়।

তবে অনেক কৃষক অভিযোগ করেছেন, পশুপালকরাই আগ বাড়িয়ে হামলা চালায়। আত্মরক্ষার জন্য তখন কৃষকরা সংঘবদ্ধ হয়ে হামলা প্রতিহত করেন।

অনেক বিশ্লেষক বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কারণে কৃষিজমি হ্রাস পাচ্ছে, যার কারণে এসব গোষ্ঠীগত সংঘাত হয়ে থাকে।

তবে গ্রামবাসীরা বলেন, এই সংঘর্ষের নেপথ্যে রয়েছে মূলত জমি দখল এবং জাতিগত নির্মূল।

নেক্সটিয়ার নাইজেরিয়া ভায়োলেন্ট কনফ্লিক্টস ডাটাবেজ অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত, দেশজুড়ে কৃষক এবং পশুপালকদের মধ্যে ৩৫৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে মোট দুই হাজার৩৪৭ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

তবে বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ অনেক ঘটনা সঠিকভাবে রেকর্ড করা হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে