রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় বিএনপির নেতা চাঁদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা দায়ের

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৪ মে ২০২৩, ১৪:৩৪
নেত্রকোনায় বিএনপির নেতা চাঁদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা দায়ের
নেত্রকোনায় বিএনপির নেতা চাঁদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা দায়ের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যর হুমকির অভিযোগে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নেত্রকোনার আদালতে গত ৩ দিনে পৃথক ৬টি মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, নেত্রকোনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইনের আদালতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বুধবার আবু সাঈদ চাঁদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে পৃথক ৪টি মামলা দায়ের করা হয়। মামলার বাদীগণ হলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কেন্দ্রীয় আওয়ামলীগের উপ-কমিটির সদস্য রেজাউল হাফিজ রেশিম, আওয়ামীলীগ নেতা মাসুদ পারভেজ খান, পৌর আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শফিকুজ্জামান আকন্দ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সিদ্ধার্থ সরকার পাল।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে একই আদালতে গত সোমবার বাদী হয়ে প্রথম মামলাটি দায়ের করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন। পরদিন একই অভিযোগে জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল বাদী হয়ে একই আদালতে পৃথক মামলা দায়ের করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে