মৌলভীবাজারের কুলাউড়ায় হতদরিদ্র একজন বৃদ্ধার ৭ শতাংশ জমি জবরদখলের অপরাধে জবরদখলকারী দুই ভাইকে ৭ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার ১৯ মে বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঘড়গাঁও গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন সহকারী কমিমনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের ঘড়গাঁও গ্রামের হতদরিদ্র গৃহকর্মী হেনা বেগমের ৭ শতক জমি পাশের ঘরের প্রভাবশালী ছালেক মিয়া ও জায়েদ মিয়া জবরদখল করে রাখেন।
দীর্ঘদিন থেকে অসহায় বৃদ্ধ মহিলা জনপ্রতিনিধিসহ বিভিন্নজনের দ্বারে দ্বারে গিয়ে কোন সুরাহা পাননি। পরে বিষয়টি নিয়ে সহকারী কমিশনার ভূমি'র দারস্থ হন ওই বৃদ্ধা।
সহকারী কমিমনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বিষয়টি আমলে এনে সরকারি সার্ভেয়ার পাঠিয়ে ওই বৃদ্ধার বাড়ির জমি পরিমাপ করলে জবর দখলের সত্যতা পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত জবর দখলকারী দুই ভাইকে ৭ দিনের জেল প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত ২ ভাই ছালেক ও জায়েদকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) শাহ জহুরুল হোসেন জানান, ভুমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী জবর দখলকারী দুই ভাইকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।