স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে মেহেরপুরের গাংনীর বামুন্দী গ্রামের আলামিন হোসেন নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত আল আমিন হোসেন পেশায় টাইলস মিস্ত্রি। তিনি বামুন্দী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম জানান, আলামিন হোসেন স্কুলে যাওয়া আসার পথে শিশু ছাত্রীদের নানা অঙ্গভঙ্গির মাধ্যমে নিপীড়ন করে আসছিলেন।
এই অপরাধে দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।