মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

কাশিমপুরে জামিনের কাগজ, আজই মুক্তি নুসরাত ফারিয়ার

গাজীপুর প্রতিনিধি
  ২০ মে ২০২৫, ১৪:৫৫
কাশিমপুরে জামিনের কাগজ, আজই মুক্তি নুসরাত ফারিয়ার
নুসরাত ফারিয়া

কাশিমপুর কারাগারে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জামিনের কাগজ পৌঁছেছে। তাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘নুসরাত ফারিয়ার জামিনের কাগজ আমাদের হাতে এসে পৌঁছেছে। তাকে ছেড়ে দেয়ার কাজ চলমান রয়েছে। তার পরিবারের লোকজন আসলেই ছেড়ে দেওয়া হবে।’

1

এর আগে মঙ্গলবার (২০ মে) সকালে নুসরাত ফারিয়াকে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় জামিন দেন ঢাকার সিএমএম আদালত।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে রোববার (১৮ মে) থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

তাকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার সিএমএম আদালতে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার নথিপত্র থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩-৪ শত জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে