মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

মিললো বদমেজাজি মাছের খোঁজ

যাযাদি ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩
ছবি: সংগৃহীত

বিজ্ঞানীরা সাগরে এক নতুন ধরনের মাছের সন্ধান পেয়েছেন। একে ‘বদমেজাজি চেহারার’ মাছ বলে বর্ণনা করেছেন তারা । তাই এ মাছের নামকরণ করা হয়েছে গ্রাম্পি ডোয়ার্ফগোবি। এ মাছের প্রজাতির বৈজ্ঞানিক নাম সুয়েভিওতা এথন। লোহিত সাগরের প্রবাল প্রাচীরের মধ্যে পাওয়া গেছে এ মাছের সন্ধান। প্রবাল প্রাচীরের ছোট ছোট গর্ত ও ফাটলের ভেতর মাছগুলোর বসবাস। গবেষকরা বলেন, মাছটির মুখের গঠন এমনÑ যেন দেখে মনে হয় এটি রেগে আছে ও অখুশি।

গ্রাম্পি ডোয়ার্ফগোবি নামকরণের পেছনে কয়েকটি কারণ আছে। চেহারার রাগি ধরনের কারণে ‘গ্রাম্পি’ নামটি এসেছে। ‘ডোয়ার্ফ’ (বামন) বলা হচ্ছে, এর ছোট আকারের কারণে। মাছটি লম্বায় দুই সেন্টিমিটারের কম। আর ‘গোবি’ নামটি আসার কারণ, মাছটি গোবিডি পরিবারের অন্তর্ভুক্ত। গোবিডি পরিবারে দুই হাজার প্রজাতির মতো সদস্য আছে। সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নতুন আবিষ্কৃত মাছটি সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন। পেনসফটের জুকিস সাময়িকীতে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রবাল প্রাচীরের মাছের বৈচিত্র্য নিয়ে কাজ করতে গিয়ে গবেষক ভিক্টর নুনেস প্রথম গ্রাম্পি ডোয়ার্ফগোবির অস্তিত্ব খুঁজে পান। দেখা যায়, গ্রাম্পি ডোয়ার্ফগোবির রাগি চেহারা মাছটিকে অন্যদের থেকে ভিন্নতা দিয়েছে। গবেষকরা বলেছেন, এটি অপেক্ষাকৃত বিরল প্রজাতির মাছ। সম্ভবত এ কারণেই এটি এত দিন অনাবিষ্কৃত ছিল।

গবেষক লুসিয়া পোম্বো আয়োরা নতুন আবিষ্কৃত মাছটির নামকরণ করেছেন। তিনি বলেন, ‘আমি এটিকে তার নিজের ক্ষুদ্রজগতে এক ভয়ঙ্কর শিকারি হিসেবে কল্পনা করি। আকারে ছোট হলেও এর রাগি অভিব্যক্তি ও বড় দাঁত নিশ্চিতভাবেই এটিকে আলাদা করেছে।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে