ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে বন্দী ৫ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানান তিনি।
বৃহস্পতিবার পাঁচ বাংলাদেশি এডেনে আসবেন বলে আশা করা হচ্ছে। সেখান থেকে তারা ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুতিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ জন নাবিক। তাদের সঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন।
তিনি বলেন, ৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়। আটকদের মধ্যে একজন আমার সাথে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে।
আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং ওমানস্থ ভারতীয় দূতাবাসের গত দুই মাসের প্রচেষ্টায় আগামীকাল তারা এডেনে আসবেন বলে আশা করা যাচ্ছে। সেখান থেকে তারা ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে, বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
যাযাদি/এমডি/৫:৪৭পিএম
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd