বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

গাজীপুরে ৮ নারী ছিনতাইকারী আটক

গাজীপুর ও সদর প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৩
গাজীপুরে ৮ নারী ছিনতাইকারী আটক
গাজীপুরে ৮ নারী ছিনতাইকারী আটক

গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মিনিবাসে ছিনতাইকালে ৮ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

জয়দেবপুর থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মামুন-আল-রশীদ জানান, স্থানীয় ভাওয়ালগড় ইউনিয়নের কাতলামারাা এলাকার আবু-তাহেরের স্ত্রী সালেহা বেগম গাজীপুর শহরে যাওয়ার জন্য একটি বাসে উঠার চেষ্টা করেন।

এ সময় ৮/১০ জনের একটি নারী ছিনতাইকারী চক্র সালেহা বেগমের গতিরোধ করে এবং তারা মিনিবাসে উঠার কৌশল করে। একপর্যায়ে তারা বাসে গেইটে ভিড় জমিয়ে সালেহা বেগমের গলার স্বর্নের চেইনটি ছিনিয়ে নেয়। এ সময় সালেহা বেগম টের পেয়ে ডাক-চিৎকার শুরু করলে টহল পুলিশ আট নারীকে ধরে থানায় নিয়ে যায় এবং লুটে নেয়া চেইনটি উদ্ধার করে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে