জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য (মেম্বার) পদে তালা মার্কা প্রতীকে নির্বাচন করেন মো. আজাদ মিয়া। তবে ফলাফরে তিনি ২৩ ভোটে হেরে গেছেন। এই খবর শুনে মো. আজাদ মিয়ার বাবা শাহা জামাল (৬৫) স্টোক করে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন করেন পরাজিত প্রার্থী আজাদ মিয়া।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় ফুলকোঁচা ইউনিয়নের ফুলকোঁচা পূর্বপাড়া তার নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ মিয়া তালা মার্কা প্রতীকে ২শ ৭৮ ভোট পেয়ে পরাজিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল্লাহ টিউবওয়েল প্রতীক নিয়ে ৩শ ১ভোটে বিজয় লাভ করেন। এ খবর শুনে আজাদ মিয়ার বাবা স্টোক করে মারা যায়।
বিজয়ী প্রার্থী শহিদুল্লাহ বলেন, ‘ঘটনাটি অন্তত দুঃখজনক আমারও অনেক খারাপ লাগছে । তারা আমার প্রতিবেশী।
যাযাদি/ সোহেল