শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

যায়যায়দিন সম্পর্কে গুজব ছড়ানোর প্রতিবাদ

যাযাদি রিপোর্ট
  ০২ অক্টোবর ২০২৩, ১৯:০৮
আপডেট  : ০৩ অক্টোবর ২০২৩, ১০:১৭
যায়যায়দিন সম্পর্কে গুজব ছড়ানোর প্রতিবাদ

গত পহেলা অক্টোবর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভূয়া খবর ছড়িয়ে পড়েছে যাতে উল্লেখ করা হয়েছে যে, দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক যায়যায়দিনের মালিকানা হাত বদল হয়েছে। দেশের বাইরে যুক্তরাজ্যে এ সংক্রান্ত একটি বৈঠক হয় এবং সে বৈঠকে আর্থিক লেনদেনও হয়।

খবরে আরো বলা হয়, এইচআরসি গ্রুপের দৈনিক যায়যায়দিন দেশের অন্য একটি শীর্ষ শিল্পগোষ্ঠী কিনে নিয়েছে। খবরে এ সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ না দিয়ে শুধুমাত্র একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানায় যড়যন্ত্রকারীরা।

এ ব্যাপারে যায়যায়দিনের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলা হয়েছে যে, খবরটি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও যড়যন্ত্রমূলক । দৈনিক যায়যায়দিন এইচআরসি গ্রুপের মালিকানাধীন একটি পত্রিকা।

তবে কারা কি উদ্দেশ্যে এই গুজব ছড়িয়েছে তা এখনো পরিস্কার নয়।

এ ব্যাপারে যায়যায়দিনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. নুরুল হক ও প্রধান হিসাবরক্ষক মো. রইছ উদ্দিন বলেন, খবরটি ভুয়া এবং গুজব। এ খবরে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য তারা অনুরোধ জানান।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে