শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বৃহস্পতিবার সকালে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন

যাযাদি ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৭
বৃহস্পতিবার সকালে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীসহ সারাদেশের একে পর এক যাত্রীবাহী বাসে আগুন দেবার ঘটনা ঘটছে। এবার অবরোধের দ্বিতীয় বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে রাজধানীর মতিঝিলে গাজীপুরে পরিবহরের একটি বাসে আগুন দেবার ঘটনা ঘটে। আগুনে গাড়িটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

জানা যায়, বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে গাজীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিল বক চত্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলে গাজীপুর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা ফায়ার এক্সটিংগুইসার দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে