শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

হবিগঞ্জ মেডিকেল রক্ষায় কঠোর আন্দোলনের হুশিয়ারী

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ১২:০৪
হবিগঞ্জ মেডিকেল রক্ষায় কঠোর আন্দোলনের হুশিয়ারী
ছবি: যায়যায়দিন

হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ রক্ষার দাবিতে নবীগঞ্জে সুধী সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নবীগঞ্জ প্রেসক্লাবে ‘হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলন’-এর আয়োজনে ও নবীগঞ্জ প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের উপদেষ্টা শফিকুল বারী আওয়াল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পিষুয চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, সম্মিলিত নাগরিক কমিটির সদস্য কায়সার আহমেদ চৌধুরী জনি, হাসবী সাঈদ চৌধুরী, ফরিদুজ্জামান রনি, তাজুল ইসলাম রোমান, মো. সোয়াব খান, নবীগঞ্জ উপজেলা সমাজতান্ত্রিক দল বাসদের আহবায়ক চৌধুরী ফয়ছল শোয়েব, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান চৌধুরী মাসুদ, ওলামা দলের আহŸায়ক ও উপজেলা বিএনপি নেতা মাওলানা শোয়েব আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সহ-সভাপতি মুরাদ আহমদ, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, বর্তমান যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী সাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি আহাম্মদ ঠাকুর রানা, নবীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এমদাদুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামীম আহমদ, সোহেল আহমদ, রুবেল মিয়া, আব্দুল মজিদ, আবু হুরায়রা মামুন, আব্দুস শাহিদ, পলাশ রতন দাশ, পৌর বিএনপি নেতা নিলকন্ঠ দাশ সামন্ত নন্টি, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহানুর রহমান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ইকবাল হোসেন তালুকদার, সাগর আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক হাবিবুর রহমান হাবিব, সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ইসলাম ইফতি প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র-যুব প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের উপদেষ্টা শফিকুল বারী আওয়াল বলেন, “হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ কেবল একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান নয়, এটি হবিগঞ্জবাসীর স্বপ্ন। এই মেডিকেল কলেজ যদি অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র হয়, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। জনগণের ঐক্যই আমাদের শক্তি।” হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পিষুয চক্রবর্তী বলেন, জনগণের ন্যায্য অধিকার রক্ষায় আমরা কাজ করি। হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জেই থাকবে এটাই আমাদের অঙ্গীকার।” সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বলেন, “বছরের পর বছর ধরে এই মেডিকেল কলেজের জন্য আন্দোলন হয়েছে। অনুমোদনও হয়েছে। এখন এর স্থায়ীত্ব নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

বক্তব্যে বক্তারা বলেন, “এই মেডিকেল কলেজ রক্ষা হবিগঞ্জের অস্তিত্ব রক্ষার অংশ। এটির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় হবিগঞ্জবাসী ঐক্যবদ্ধ।” হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে এবং সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে শরিক হওয়ার আহŸান জানানো হয়। প্রয়োজনে মাধবপুর টু শেরপুর পর্যন্ত হাইওয়ে সড়ক অবরোধ করে অচল করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে