সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

যাযাদি ডেস্ক
  ১০ মে ২০২৪, ১০:৫৮
আপডেট  : ১০ মে ২০২৪, ১২:৫৪
ছবি -ফোকাস বাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১০ মে) সকাল ১০টার পর জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দোয়া মোনাজাতে অংশ নেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

সকাল দশটার কিছু সময় আগে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছলে তার স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে সকালে সরকারি বাসভবন গণভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় 'আমার বাড়ি আমার খামার' কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন। এছাড়া আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলেই সড়কপথে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে