শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

যাযাদি ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৪৮
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২৯ নভেম্বর) এদিন পতাকা মিছিল ও সাংস্কৃতিক সন্ধ্যাও ঘোষণা করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সমন্বয়ক আবু বাকের মজুমদার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকেল তিনটার দিকে এ কর্মসূচির ডাক দেয়া হয়। আবু বাকের মজুমদার গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ র‍্যালির আয়োজন হবে। পাশাপাশি বাংলাদেশে ফিলিস্তিনের সর্ববৃহৎ পতাকা থাকবে।

এছাড়া, ‘Where Palestine Met July’ শিরোনামে সন্ধ্যা ৬টায় টিএসসির পায়রা চত্বরে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক সন্ধ্যাও আয়োজন করা হবে।

প্রসঙ্গত, ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতিবছর ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক এ দিবসটি পালনের আহ্বান জানায়। এর ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে