বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

‘তরুণদের ভাবনার প্রতি সকলের সম্মানজনক মনোভাব প্রয়োজন'  

যাযাদি ডেস্ক
  ২৮ মে ২০২৫, ১৫:০৯
‘তরুণদের ভাবনার প্রতি সকলের সম্মানজনক মনোভাব প্রয়োজন'   
ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজে তরুণ শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

তরুণ সমাজের সমসাময়িক ভাবনার প্রতি সকলের সম্মানজনক মনোভাব প্রয়োজন বলেছেন তরুণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজে তরুণ শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় জেলা তথ্য অফিস আয়োজিত 'তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক মতবিনিময় সভায় শিক্ষার্থীরা এ কথা বলেন।

তথ্য অফিসের পরিচালক মীর আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে তারা আরো বলেন, তরুণরা যে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলেছে, সে লক্ষ্যের প্রতি সম্মান রেখে সকলের অংশগ্রহণেই তা বাস্তবায়ন করতে হবে।

1

অনুষ্ঠানের সভাপতি ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার তরুণদের প্রতি তার বক্তব্যে তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ, সুবিবেচনাপ্রসূত প্রয়োগ, মানবিকতা ও মানুষে মানুষে সম্মানবোধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি তরুণদের নৈতিকতার পথে অটল থাকতে আহবান জানান।

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। অধ্যক্ষ গোপাল চন্দ্র সরদার অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলামের পক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে