ফেনীতে আলী হোসেন ফাহাদ (২০) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর তাকে দেখতে গিয়ে থানায় স্ট্রোক করে বাবার মৃত্যু হয়েছে। পরবর্তীতে বাবার মৃত্যু বিবেচনায় ছেলেকে আত্মীয়-স্বজনের জিম্মায় জামিন দিয়েছে পুলিশ।
বুধবার (২ জুলাই) রাতে ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আলী হোসেন ফাহাদ শর্শদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী আকবরের ছেলে৷ তিনি ওই ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
জানা যায়, গত বুধবার (২ জুলাই) বিকেলে শর্শদী স্কুলের সামনে থেকে তাকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে মডেল থানায় হস্তান্তর করে।
ছেলের গ্রেপ্তারের খবর শুনে তার বাবা আলী আকবর থানায় ছুটে যান। থানার ভেতরে ছেলেকে আটক অবস্থায় দেখে স্ট্রোক করেন তিনি। পরে তাকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলী আকবরের জানাজা শেষে শর্শদি এলাকার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা বলেন, “মডেল থানার অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।”
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান জানান, “ফাহাদ সরাসরি কোনো মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সন্দিগ্ধ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
বাবার মৃত্যুর বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করে শর্তসাপেক্ষে তাকে আত্মীয়-স্বজনের জিম্মায় জামিনে দেওয়া হয়েছে।”