‘বাংলাদেশ সৃষ্টি হয়েছে কোনো ধর্মের ভিত্তিতে নয়, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বাংলাদেশের ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলার মুসলমান, হিন্দু, বৌদ্ধ এক কাতারে দাঁড়িয়ে যুদ্ধ করে দেশ একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছে। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি তার স্বপ্নের দিকে এগোতে পারে না। একটি জাতি গঠনে যা দরকার তা হলো শিক্ষা।’
বুধবার দুপুরে মাদারীপুর মন্দিরভিত্তিক শিক্ষাকার্যক্রম জুম কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান এমপি এ কথা বলেন।
শাজাহান খান আরও বলেন, ‘খাদ্যদ্রব্যের যে সংকট ছিল, সে সংকট দূর হয়েছে। এখন আর সেই খাদ্য ঘাটতি নেই। আমাদের দেশে এখন খাদ্য বেশি উৎপাদন হচ্ছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন। আর সেজন্য আজ মন্দিরভিত্তিক শিক্ষার সুফল পাচ্ছি এবং আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারব।’
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে ও সহকারী প্রকল্প পরিচালক মহিদ উদ্দিন মোল্লার সঞ্চালনায় মন্দিরভিত্তিক শিক্ষা কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিক্ষা প্রকল্প পরিচালক ও উপসচিব, শ্রী রঞ্জিত কুমার দাস, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল হামিদ জমাদ্দার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব (উন্নয়ন) শাখায়ত হোসেন, পুলিশ সুপার মো. মাহবুব হাসান, মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ও উপ সচিব মো. আজাহারুল ইসলাম, মাদারীপুর হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ড. অসিম সরকার, মাকসুদা হোসেন, উপ প্রধান প্লানিং কমিশনসহ জেলা, উপজেলার কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd