কারাবন্দী সাংবাদিক মুশতাক আহমেদ এর হত্যার, ছাত্রদল নেতাকর্মী উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। পরে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় মিছিলটি।
সোমবার (১মার্চ) দুপুর ১২ টায় পুরান ঢাকার রায়সাহেব বাজারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে জবি ক্যাম্পাসের থেকে আসতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি পণ্ড করে দেয়।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী আবিদ কামাল রুবেল এবং মেহেদী হাসান হিমেল এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সাইফুল হক তাজ, শাহাদাৎ হোসেন, নাহিদ চৌধুরী, শাহরিয়ার হোসেন, ওয়াহিদুজ্জ্বামান তুহিন, মাইনুদ্দিন চৌধুরী, জাহিদ ভুইয়া, আজিজুর রহমান, আসলাম শেখসহ ২০-২৫ জন নেতাকর্মী।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd