বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে হুমকি দিয়ে ক্ষমতায় আসা যাবে না : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ১৫ মে ২০২২, ১৯:৪৩
লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে হুমকি দিয়ে ক্ষমতায় আসা যাবে না : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকের রহমান লন্ডনে বসে ভোগ বিলাসে মত্ত হয়ে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন বলে মন্তব্য করেছন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী . আব্দুর রাজ্জাক তিনি রবিবার দুপুরে নোয়াখালীতে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্তব্য করেন

জেলার উপকূলীয় উপজেলা সুবর্ণচরে বিএডিসির খামারে সয়াবিন, ভুট্টা সূর্যমুখীর মাঠ পরিদর্শণ শেষে সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়ার অবর্তমানে যিনি বিএনপি চালাবেন, আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তিনি লন্ডনে থেকে ভোগ বিলাস করছেন রিমোট কন্ট্রোলে পার্টি চালাচ্ছেন, দল চালাচ্ছেন কাজেই ওখান থেকে হুমকি দিয়ে, আর সেই হুমকির ওপর আওয়াজ তুলে গয়েশ্বর রায়রা ক্ষতায় আসতে পাবে না ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে, এই সুবর্ণচরে আসতে হবে মানুষের দু: কষ্টের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে হবে তাছাড়া ক্ষমতায় আসা যাবে না

আগামী নির্বাচন সুষ্ঠু হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, গত মে আওয়ামী লীগের নির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন, জনগণের কাছে যেতে বলেছেন

কৃষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দেশে ভোজ্য তেলের সংকট মোকাবেলায় চরাঞ্চলে অনাবাদি জমিতে সয়াবিন, সুর্যমুখী, সরিষাসহ তেল জাতীয় শৈষ্য আবাদ বাড়ানোর প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে

সময় কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, বিএডিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সহিদ উল্লাহ খান সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে