শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দলীয় পরিচয়ে পুলিশে নিয়োগ চলছে : ফখরুল

যাযাদি ডেস্ক
  ০৪ মে ২০২৩, ১৬:৩১
দলীয় পরিচয়ে পুলিশে নিয়োগ চলছে : ফখরুল
দলীয় পরিচয়ে পুলিশে নিয়োগ চলছে : ফখরুল

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় পরিচয় দেখে পুলিশে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আবার ক্ষমতায় এলে জাতির অস্তিত্ব বিপন্ন হবে। ডিজিটাল নিরাপত্তা আইনকে ক্ষমতায় থাকার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই এ আইন বাতিল করছে না সরকার। নির্বাচন সামনে রেখে দলীয় পরিচয় দেখে পুলিশে নিয়োগ দেওয়া হচ্ছে। যারা আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ে অংশ নিচ্ছে, অত্যাচার, নির্যাতন করে তাদের স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে