শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নৌকার প্রার্থী ছাড়াই বরিশালে আওয়ামী লীগের বর্ধিত সভা

বরিশাল অফিস
  ২৭ মে ২০২৩, ০৯:১২
শুক্রবার (২৬ মে) বিকেলে জেলার গৌরনদী পৌর মাঠে জেলা ও মহানগর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ-যাযাদি

বরিশাল সিটি নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় তেৃবৃন্দদের উপস্থিতিতে অনুষ্ঠিত জেলা ও মহানগর আওয়ামীলীগ কমিটির বিশেষ বর্ধিত সভা দলীয় মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে বাদ দিয়েই সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ মে) বিকেলে জেলার গৌরনদী পৌর মাঠে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার কেন্দ্রিয় কমিটির টিম প্রধান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ (এমপি)।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য দলের প্রসিডিয়াম সদস্য আব্দুর রহমান, প্রসিডিয়াম সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্মসম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী (অবসরপ্রাপ্ত কর্নেল) জাহিদ ফারুক (এমপি), সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, রুবিনা মিরা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তবে সভায় ছিলেননা আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের নৌকা মার্কার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। তবে কি কারনে ছিলেননা তা ৎস্পষ্ট করেননি সভায় উপস্থিত নেতৃবৃন্দরা।

সভাপতির বক্তকেব্য আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে যে কোন মূল্যে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে জয় করাবো। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হয়, তাহলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার কোন বিকল্প নাই। আগামি ১২জুন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে জয়যুক্ত করাতে হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে