ফেনী জেলা যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার ২০ নভেম্বর দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি এলাকা থেকে ফেনী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার ও ফেনী পৌর যুবদল নেতা আবুল কালাম আজাদ স্বপনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বেশ কিছু মামলা রয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
এবিষয়ে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী জানান,, এক মাস পূর্বে মিনার কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে এসেছেন। তারা দুজনেই জামিনে আছেন। কোনো মামলা ছাড়াই পুলিশ বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করছে। হামলা-মামলা-গ্রেফতার যা হোক সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না।
গ্রেফতারের নিন্দা জানিয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিরোধী মতের ওপর দমন পীড়ন চালিয়ে সরকার এক তরফা পাতানো নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। এভাবে হামলা-মামলা দিয়ে গণহারে নেতাকর্মীদের গ্রেফতার করে বিএনপির একদফা আন্দোলনকে দমাতে পারবে না তারা।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতাসহ বেশ কিছু মামলা রয়েছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
যাযাদি/ এস