বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সীমান্তে আটক জেলা আওয়ামী লীগের সভাপতি

যাযাদি ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৫
সীমান্তে আটক জেলা আওয়ামী লীগের সভাপতি
ছবি-যায়যায়দিন

মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ (৬৫) অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রম করে পালিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়।

সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন।

বিজিবি সুত্রে জানা যায়, বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় শাহাবুদ্দিন মোল্লা নামক এক বাংলাদেশি নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে জানান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে