শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জামায়াত সার্বজনীন ঐক্য চায়: ডা. তাহের

যাযাদি ডেস্ক
  ১৭ মার্চ ২০২৫, ২১:১০
জামায়াত সার্বজনীন ঐক্য চায়: ডা. তাহের
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সার্বজনীন ঐক্য চায়।

সোমবার (১৭ মার্চ) বিকেলে রংপুরের চেকপোস্ট ক্যাফে ৬৬-এ ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রংপুর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, আমরা বহুবার স্বাধীনতা অর্জন করেছি। ১৯৪৭ সালে স্বাধীন হয়েছি দেড়শো বছর লড়াইয়ের পরে, কিন্তু আমরা স্বাধীনতা পাইনি। ১৯৭১ সালে হাজারো জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু স্বাধীনতা পাইনি।

আমরা গত ৫ আগষ্ট পুনরায় আমরা এক হয়েছি, আমরা স্বাধীন হয়েছি। দ্বিতীয় স্বাধীনতা ঘোষণাও করেছি কিন্তু মনে যেন খটকা লাগে, আমরা কি আবারও স্বাধীনতা পাবোনা? কারণ পাঁচ ছয় মাসের ভিতরে আমাদের মাঝে একটা অনৈক্য দেখা দিয়েছে।

তিনি আরো বলেন, আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কতগুলো শ্লোগানে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আজকে আমাদের লক্ষ্য ভিন্ন হয়ে গিয়েছে, যে যার দলে চলে গিয়েছি। যার ক্ষমতা দরকার তারা ক্ষমতার কাছে গিয়েছে।

ডা. তাহের বলেন, যে ছাত্ররা নতুন করে উদ্বুদ্ধ জীবন দিয়েছিলো, তারাও আজ তাদের সাথীদের ছেড়ে ক্ষমতার লড়াইয়ে নেমেছে। আমরা মনে হয় কেউ দেশের জন্য নই, মানুষের জন্য নই, নৈতিকতার জন্য নই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য নই। আমরা শুধুই আমাদের জন্য।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে