সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

স্ত্রীকে নিয়ে যেখানে আছেন ওবায়দুল কাদের?

যাযাদি ডেস্ক
  ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৮
স্ত্রীকে নিয়ে যেখানে আছেন ওবায়দুল কাদের?
ছবি সংগৃহিত

৫ আগস্ট পট পরিবর্তনের আগে এবং পরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি দেশ ছেড়ে পালিয়েছেন।

তাদেরই একজন দলটির সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বর্তমানে তিনি ভারতের কলকাতার অভিজাত এলাকা হিসেবে পরিচিত রাজারহাট নিউটাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, ডিএলএফ নিউটাউন হাইটস প্লাজায় আছেন। ওবায়দুল কাদেরকে নিরাপত্তা দেওয়া, তাঁর ফ্ল্যাট ভাড়ার টাকা দেওয়া, থাকা-খাওয়া, চিকিৎসাসহ যাবতীয় খরচ বহন করেন ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী।

৫ আগস্টের পর কয়েকমাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের। এরপর তিনি সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ের শিলং-এ চলে যান। যাওয়ার সময় তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং ইনানকেও সঙ্গে নিয়ে যান।

সাদ্দাম ও ইনানও কলকাতার রাজারহাট নিউটাউনের মতো ধনাঢ্য এলাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকছেন।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের গণমাধ্যমকে জানান, ওবায়দুল কাদের বাসা থেকে খুব একটা বের হন না। তবে মাঝেমধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান।

ওবায়দুল কাদের নেতা-কর্মীদের সঙ্গে দেখাও করেন না। তিনি মূলত নিজাম হাজারী ও ছোট মনিরের বলয়ের মধ্যেই থাকেন।

এর আগে গতকাল শুক্রবার কলকাতার অ্যাপোলো হাসপাতালের সামনে ওবায়দুল কাদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ছবি সম্পর্কে ডিজিটাল সংবাদমাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ ফেসবুকে লেখেন, ‘আমার এক বন্ধু কলকাতা গেছে ডাক্তার দেখাতে। অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশীষ ব্যানার্জীর জন্য অপেক্ষা করছিল।

ডাক্তারের রুম বন্ধ। ডাক্তারের ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলছেন, স্যার লাঞ্চে। ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে ও যেই না বলছে, ‘ওবায়দুল কাদের না!’ ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন।’

তিনি আরও লিখেন, ‘আমার বন্ধু বলছে, ‘পুরা চকচক করতেছিলেন স্যার। চিন্তা করতে করতে ব্যাডা বাইরাইয়া গেলো।’ ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এখন কলকাতায় আছেন। দেখে মনে হয়েছে, তিনি সুস্থ আছেন।’ তথ্য সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে