বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

মেয়র পদের জন্য আন্দোলন করছি না : ইশরাক হোসেন

যাযাদি ডেস্ক
  ২২ মে ২০২৫, ১০:৫৭
আপডেট  : ২২ মে ২০২৫, ১১:১৪
মেয়র পদের জন্য আন্দোলন করছি না : ইশরাক হোসেন
ফাইল ছবি

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘মেয়র পদের লোভের জন্য আন্দোলন করছি না।

রায় আমাদের পক্ষে আসবে কি আসবে না সেটা কোনো মুখ্য বিষয় নয়।

1

আমাদের প্রধান দাবি সরকারের ভেতরে যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’

বুধবার (২১ মে) কাকরাইল মোড়ে আন্দোলনরত সমর্থকদের সাথে যোগ দিয়ে এ সব কথা বলেন তিনি।

মেয়র হওয়ার জন্য আন্দোলন না করলেও রায় পক্ষে এলে শপথ নিতে দিতে হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আদালতের রায় আমার পক্ষে গেলে আমাকে শপথ নিতে দিতে হবে।

আর যদি রায় পক্ষে না আসে তাহলে আমরা পরবর্তীতে আইনি পদক্ষেপ নিয়ে আপিল ডিভিশনে যাব।’

তিনি আরও বলেন, ‘রায় পক্ষে আসা না আসা মুখ্য নয়। মুখ্য হল সরকারকে বুঝতে হবে যে এই উপদেষ্টা পরিষদ নিয়ে নিয়ে নির্বাচন করলে বিএনপি এটা মেনে নেবে না।

জনগণ এটা মেনে নেবে না। এখানে সুস্থ, স্বাভাবিক ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।’

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়।

কিন্তু ৩ মার্চ নির্বাচনের ফল বাতিল ও গেজেট অবৈধ ঘোষণার দাবিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন।

এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে, ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন।

মেয়র হিসেবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।

চিঠির পরও কোনো উদ্যোগ না নেওয়ায় ইশরাকের সমর্থকেরা গত ১৪ মে থেকে বিক্ষোভ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে