শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াত আমিরের

যাযাদি ডেস্ক
  ২২ মে ২০২৫, ১৭:৩৪
জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াত আমিরের
ফাইল ছবি

মান-অভিমান একদিকে রেখে জাতীয় স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জাতীয় স্বার্থে সব ফ্যাসিবাদবিরোধী পক্ষকে দায়িত্বশীল ও দূরদর্শী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

1

তিনি লেখেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে, জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। ’

জাতির সংকটময় সময়ে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিদ্বেষ ভুলে জাতীয় স্বার্থে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আল্লাহ তা’য়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন। ’

এর আগে ফেসবুকে দেওয়া আরেক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না। ’

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের আমিরের এ ধরনের আহ্বানকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। দেশের বিরাজমান রাজনৈতিক অচলাবস্থা, দমন-পীড়ন, এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকীর্ণ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এমন বার্তা দিচ্ছেন বলেও মনে করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে