বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

আড়াইহাজারে সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১৭:২৮
আড়াইহাজারে সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন চারজন।

বৃহস্পতিবার (২২ মে) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

1

স্থানীয় সূত্রে জানা গেছে, খানপাড়ার একটি ভাড়াবাসায় রান্নার সময় সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাস হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘরের ভেতরে থাকা চারজনই দগ্ধ হন।

আহতরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার তেলিগাতী গ্রামের এমদাদ হাওলাদারের ছেলে কামরুল (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর থানার দানপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৪), বরিশাল জেলার মুলাদী থানার বাহাদুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. আফ্রিদি (২৫) এবং সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার শিমলা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. সোহাগ (৩২)

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ বিষয়ে আড়াইহাজার থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে