বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

দশ হাজার তালের বীজ রোপণ করে সম্মাননা পেলেন নাসির

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১৭:৩৪
আপডেট  : ২২ মে ২০২৫, ১৭:৩৬
দশ হাজার তালের বীজ রোপণ করে সম্মাননা পেলেন নাসির
ছবি: যায়যায়দিন

পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় 'সবুজ সাথী সম্মাননা' পেলেন পরিবেশপ্রেমি লায়ন্স নাসির উদ্দিন আহমেদ।

1
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ'র আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পাথরঘাটা কলেজ মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। নাসির উদ্দিন আহমেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পাথরঘাটা উপজেলা সমন্বয়ক উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবীর,

বিশেষ অতিথি ছিলেন, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহীদুল ইসলাম খালেদ, পাথরঘাটা কলেজের সহকারী অধ্যাপক শামসুল আলম, প্রভাষক আলমাস হোসেন, ধরিত্রীর রক্ষায় আমরা ধরার বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম। সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক চন্দ্র শেখর স্বর্ণকার।

পাথরঘাটায় ১০ হাজার তাল গাছ রোপন করে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় হাতাকী ক্রপ সাইন্স বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. নাসির উদ্দিন আহমেদকে সবুজ সাথী সম্মাননা প্রদান করা হয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে সামাজিক কাজের পাশাপাশি উপকূলের বেড়িবাঁধ রক্ষা এবং পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ করছেন নিঃস্বার্থভাবে।

সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করেন নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, এ সম্মাননা আমার জীবনে শ্রেষ্ঠ সম্মাননা, এ সম্মাননা আমার জন্য অনুপ্রেরণা, আমার কাজকে আরও বেগবান করবে। এ অবদান আমার একার নয় আমার সহযোদ্ধাদের।

এ সম্মাননা আমি তাদের মাঝে উৎসর্গ করলাম। আর যারা এ আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞ। তার কারন আমাদের এ সমাজে অনেক মানুষ আছে। সরকারের পাশাপাশি এনজিও রয়েছে কজনে পরিবেশ নিয়ে ভাবে বা কাজ করে? ধরা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ'র প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ নিয়ে যারা কাজ করেন তাদের এভাবেই মুল্যায়ন করা দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে