বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ছাত্রদলের শাহবাগ অবরোধ, যানজট-বৃষ্টিতে চরম দুর্ভোগ

যাযাদি ডেস্ক
  ২২ মে ২০২৫, ১১:১৯
আপডেট  : ২২ মে ২০২৫, ১১:৪৬
ছাত্রদলের শাহবাগ অবরোধ, যানজট-বৃষ্টিতে চরম দুর্ভোগ
রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে ছাত্রদলের নেতা-কর্মীরা-যাযাদি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে সংগঠনটির নেতা-কর্মীরা।

ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একদিকে বৃষ্টি অন্যদিকে তীব্র যানজটে নাকাল নগরবাসী। ঘণ্টারপর ঘণ্টা সড়কে আটকে আছে যানবাহন।

1

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে সংগঠনটির নেতা-কর্মীরা। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে নয়টা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে প্রায় শতাধিক নেতা-কর্মী শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন।

এ সময় তারা ‘আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার বাড়ি কবরে, প্রশাসন কী করে’ এমন নানা স্লোগান দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে