কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া উত্তর শাখার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ১৬ বছরের দুঃশাসন ও ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পতন আন্দোলনে তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে। জাতি আজীবন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। শাহজাহান চৌধুরী,আরো বলেন, আগামীর নতুন বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ।
স্বেচ্ছাসেবক দলের কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী, সদস্য সচিব সোলতান মোহাম্মদ চৌধুরী।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় রিদওয়ান সিদ্দিকীসহ উখিয়া উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দলসহ সহযোগী দলের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে হেলাল সিকদার, সিনিয়ার-সহ সভাপতি পদে হেলাল উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক পদে আবু ছৈয়দ (রানা) ও সাংগঠনিক সম্পাদক পদে আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন।