ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল করিম বলেছেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে আদর্শ ভিত্তিক ও মার্কা ভিত্তিক নির্বাচন হবে। প্রত্যেক আদর্শের মানুষ তাদের প্রতিনিধির মাধ্যমে সংসদে কথা বলতে পারবেন।
গোটা বাংলাদেশের যারা জ্ঞানী তারাই পিআর সিস্টেমে নির্বাচন চায়। আমরা ২০১৮ সালের নির্বাচনী ইস্তেহারেও একথা উল্লেখ করেছিলাম। সেই সময় কয়েকজন নির্বাচন কমিশনারও এর পক্ষে মতামত দিয়েছিলেন।
শনিবার (৫ জুলাই) বিকেলে বেলকুচি উপজেলার বওড়া কওমী মাদ্রাসার হলরুমে জাতীয় ওলামা মাশায়েক আয়েনমা পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দ ফয়জুল করিম আরো বলেন, বর্তমান পদ্ধতির নির্বাচনে অবৈধ টাকার মালিক, গুন্ডা, ডাকাত ও চাঁদাবাজরা এমপি নির্বাচিত হয়। পিআর পদ্ধিতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না। এদেশের জন্য পিআর পদ্ধতি সবচেয়ে নিরাপদ। এ পদ্ধেিত নির্বাচন হওয়ার পর মেধাবী, আদর্শবান ও চরিত্রবান ব্যক্তিরা এমপি মনোনীত হবেন। পিআর পদ্ধতির সরকারের আমলে রাজপথে কোন আন্দোলন সংগ্রাম হবে না। সকল প্রকার কথা হবে সংসদে।
জাতীয় ওলামা মাশায়েক আয়েনমা পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাও: সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাও: আব্দুল হক আজাদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মো: নুরুন নবী,
কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ, জেলা কমিটির সভাপতি মাও: আব্দুস সামাদ ও জাতীয় ওলামা মাশায়েক আয়েনমা পরিষদ জেলা কমিটির সাধারন সম্পাদক মাও: মোতালেবুর রহমান প্রমুখ।