সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

‘শহীদ শিশু রিয়া গোপের নাম যুগের পর যুগ জাতি স্মরণ করবে’

সমাজকল্যাণ উপদেষ্টা
যাযাদি ডেস্ক
  ০৬ জুলাই ২০২৫, ১৪:৫৯
‘শহীদ শিশু রিয়া গোপের নাম যুগের পর যুগ জাতি স্মরণ করবে’
সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশীদ রোববার নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় শহীদ রিয়া গোপের বাড়িতে যান। ইনসার্টে শহীদ শিশু রিয়া গোপ। ছবি: সংগৃহীত

সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে বাসার ছাদে গুলিতে শহীদ হওয়া ছোট্ট শিশু রিয়া গোপের নাম যুগের পর যুগ জাতি স্মরণ করবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশীদ।

আজ রোববার (৬ জুলাই) নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় শহীদ রিয়া গোপের বাড়িতে তার স্বজনদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা পুরো মাসটিকে উৎসর্গ করেছি এই জুলাই আন্দোলনের ওপরে। যারা চলে গেছে তাদের পরিবারে গিয়ে এটা বলা যে আমরা তোমাদের ভুলিনি এবং তোমাদের ভুলবো না। তোমরা যে আত্মত্যাগ করে গেলে, যে ক্ষতি তোমাদের হলো সেটার জন্য রাষ্ট্র সর্বোচ্চ করবে, এদেশের মানুষও তাদের স্মরণে রাখবে। এটা যেন আমাদের মননে থাকে বয়ানে থাকে।’

গত বছর গণঅভ্যুত্থান চলাকালে ১৯ জুলাইয়ের হামলা-পাল্টা হামলা, গুলি-সংঘর্ষের সময় গুলশান হলের সামনে নয়ামাটি এলাকায় দীপক কুমারের পাঁচতলা বাড়ির ছাদে সাত বছরের শিশু রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়।

উপদেষ্টা শারমিন মুরশীদ বলেন, ‘ছোট্ট রিয়ার নামে একটি স্টেডিয়াম হয়েছে। সেখানে বাচ্চারা যখন খেলতে যাবে—এখানে বছরের পর বছর যুগের পর যুগ রিয়ার নামটা থাকবে—তারা যখনই দেখবে তখনই জিজ্ঞেস করবে এই নাম দেওয়া হলো কেন, তখনই রিয়ার গল্পটা সবাই জানবে।’

তিনি বলেন, ‘স্টেডিয়ামে সুন্দর কর্নার থাকবে। সেখানে আমাদের যে বাচ্চারা হারিয়ে গেছে, তাদের নামসহ কর্নার থাকবে। আজ রিয়ার মায়ের কাছে আসতে পেরেছি। সব শহীদের বাড়িতে যাওয়া কঠিন, তবে এই এগারোটি মেয়ে যারা শহীদ হলো, এই প্রথম এগারোজন মেয়ে ও ১৩৫টি শিশু শহীদ হলো, আমরা তাদের পরিবারের চোখের জল মুছে দিতে চাই।’

এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে