বৃহস্পতিবার রাতের দুই ট্রাকে ধাক্কায় সড়ক প্রাণ গেল ১০ জনের। এর মধ্যে নরসিংদীর শিবপুরে শুক্রবার গভীর রাতে মাইক্রোবাসে ধাক্কা দেয় একটি এতে মারা যান ৭ জন। অন্যদিকে বাগেরহাটে রামপালে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছেন।
জানা যায়, নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসে সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে এ দূঘটনা ঘটে।
নিহতদের মধ্যে জুবায়দুল (৩০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছেন, রাতে ঢাকা থেকে মাইক্রোবাসটি সিলেট যাচ্ছিলো। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে ১ জন ও হাসপাতালে আনার পর আরো ১ জন মারা যায়। গুরুতর আহত হয় ৪ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইটাখোলা ফাড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, রাত ৩টার দিকে ট্রাক-মাইক্রোবাসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন সহ মোট ৭ জন মারা গেছে। আহতদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।
অপরদিকে বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার বেলাই এলাকার মো. মোতাচ্ছেরের ছেলে আরিফ (২৭), শংকরনগর এলাকার মোহাম্মদ বাশারের ছেলে মোহাম্মদ এনামুল (২৬) এবং ফকিরহাট উপজেলার লকপুর গ্রামের শুকুরের ছেলে সাইদুল (২৫)। নিহত তিনজনই বেলাই এলাকার একটি মাছের ঘেরের কর্মচারী ছিলেন।
রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, রামপালের ফয়লা হাট থেকে বাজার করে খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে ঘেরে ফিরছিলেন ওই তিনজন। তেঁতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হচ্ছে।
যাযাদি/ এস