নানীকে হাসপাতালে নেয়ার পথে শিয়ালের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দুই নাতী মারাত্মক আহত হয়েছেন। আহতদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এরা হচ্ছেন ভোরের ডাক পত্রিকার সাংবাদিক জুরাইস ইসলাম(৪০) ও আজকের দর্পন পত্রিকার সাংবাদিক আব্দুল আলীম(২৭)। সোমবার সন্ধ্যায় গাংনীর বাঁশবাড়িয়া তেলপাম্পের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত জুরাইস ইসলাম জানান, সাংবাদিক আলীমের নানী আমেনা খাতুন হঠাত অসুস্থ হয়ে পড়লে ইজিবাইকে করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। নানীকে ইজিবাইকে প্রেরণ করার পর মোটরসাইকেল যোগে আলীম ও জুরাইস মেহেরপুরে যাবার সময় হঠাত একটি শিয়াল তাদের সামনে এসে পড়লে শিয়ালের সাথে তাদের ধাক্কা লেগে দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। পথচারীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে দুজনই শঙ্কামুক্ত।
যাযাদি/ এস