শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চুনারুঘাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৫
চুনারুঘাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
চুনারুঘাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের চুনারুঘাটে ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে চুনারুঘাট উপজেলার চুনারুঘাট সদর ইউনিয়নের চানভাঙ্গা তেমুনিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজির যাত্রী উপজেলার মিরাশি ইউনিয়নের কাকাউশ প্রকাশ পাঁচগাও গ্রামের সুরুক আলীর মেয়ে, কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাজমা আক্তার (৪০), একই ইউনিয়নের লাদিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রুমেন মিয়া (৫৫),দেওরগাছ ইউনিয়নের রাজাপুর এলাকার করিম মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫)। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশাটি। আহতরা হলেন, উপজেলার দূর্গাপুর এলাকার সিএনজিচালক আব্দুল নুরের ছেলে পারভেজ (২৪), নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত পেশকার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের মোহাম্মদ মাঈনুল ইসলাম (৩০), একই উপজেলার বনগাও গ্রামের শফিক মিয়ার মেয়ে ফারিয়া আক্তার (৩০)। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক বলেন, পিকআপ, অটোভ্যান ও সিএনজি সংঘর্ষে তিনজন নিহত হয়।

এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে