বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ধামরাইয়ে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২, আহত ১

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:১০
ধামরাইয়ে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২, আহত ১

ঢাকা- আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসষ্টান্ডে প্রেসক্লাবে সামনে বাসের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের উপর উঠিয়ে দিল বাস। এতে ঘটনাস্থলেই মারা যান ইষ্টান মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তাসহ ২ জন এবং গুরুতর আহত হন ১। স্থানীয়রা বাসটিকে আটক করেছে। তবে চালক পালিয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, ধামরাই প্রেসক্লাবে সামনে ঢাকা- আরিচা মহাসড়কের পাশে কর্মস্থলে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিল যাত্রীরা। এসময় মহাসড়ক দিয়ে দ্রুতগামী সেলফি যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইষ্টান মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত রুবেল পারভেজ। সে মানিকগঞ্জ জেলার ঝিটকা শাখায় কর্মরত ছিলেন। তার বআড়ি ধামরাই বাগনগর বলে জানা গেছে। নিহত অপর জনের পরিচয় জানা যায়নি। আর গুরুতর আহত ১ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে