বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মুক্তাগাছায় সড়কে ঝরলো যুবকের প্রাণ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৫, ১৬:০০
মুক্তাগাছায় সড়কে ঝরলো যুবকের প্রাণ
প্রতীকি ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় অনন্ত খান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। নিহত অনন্ত খান আমোদপুর গ্রামের মাছ ব্যবসায়ী লিটন খানের ছেলে।

রোববার (২৩মার্চ) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মুক্তাগাছা অংশে শহরের আর.কে হাইস্কুল খেলার মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত অপর দুইজন- জসিম উদ্দিন (২৮) ও আরিফ (২৫)। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, অনন্ত খান দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। একই সময়ে রাস্তা পার হচ্ছিলেন এক পথচারী। বেপরোয়া গতির কারণে অনন্তের মোটরসাইকেল পথচারীকে সজোরে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটি পাশের একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে তারা গুরুতর আহন হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনন্ত খান মারা যান।

মুক্তাগাছা থানার ওসি তদন্ত রিপন গোপ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে