চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশা উল্টে মোহাম্মদ আকরাম হোসেন (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ডেলিভারি ম্যান হিসেবে পন্য ডেলিভারির কাজ করতো। রোববার (২৩মার্চ) দুপুরে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডি লামার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম ঝিওরী এলাকার মোহাম্মদ মুছার পুত্র।
নিহতের বাবা বলেন সকালে বাড়ি থেকে বের হয়ে পণ্য ডেলিভারি দিতে যান আকরাম। জুঁইদন্ডি লামার বাজার এলাকায় অটোরিকশা উল্টে তার মাথার উপর পড়ে।স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহাতাব উদ্দিন চৌধুরী আকরাম হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
যাযাদি/ এমএস