বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৫, ১৬:৫৮
আপডেট  : ২৭ মার্চ ২০২৫, ১৭:১৫
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ছবি: যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় জামাল হোসাইন নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল হোসাইন (৩৫) চাঁদপুর জেলার মতলব থানার কাশিমপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে জৈনা এলাকায় একটি বাসায় ভাড়ায় থেকে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় একটি কারখানায় চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে পুলিশ জানায়, গত ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অবস্থিত পি এ নীট কম্পোজিট লি: নামক কারখানায় লাইন চিফ হিসেবে যোগদান করেন জামাল হোসাইন। বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ মোটরসাইকেল যোগে কেনাকাটার জন্য মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন তিনি।

তাঁর মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা ইউটার্ন এলাকায় পৌঁছাতেই সামনে লোক পারাপারের প্রস্তুত দেখে হঠাৎ ব্রেক করা হয়। এসময় পেছনে থাকা দ্রুত গতিতে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান জামাল হোসাইন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী যায়যায়দিনকে বলেন,' খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় জড়িত গাড়ি আটক করা সম্ভব হয়নি।"

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে