বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোল্ট্রি ব্যবসায়ীসহ নিহত ২

গাজীপুর  প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৫, ১০:৩৯
আপডেট  : ২৮ মার্চ ২০২৫, ১০:৪২
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোল্ট্রি ব্যবসায়ীসহ নিহত ২
যায়যায়দিন

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় পোল্ট্রি ব্যবসায়ীসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, পিকআপ ভ্যানের কনডাক্টর রাজু মিয়া (৩৫), পোল্ট্রি ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৪০)। তবে তাদের বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার সকাল সাতটার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া (ফু-ওয়াং ফুড কারখানার সামনে) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে পুলিশের এস আই হাবিবুর রহমান জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, মুরগী ব্যবসায়ীর একটি পিকআপ ভ্যান ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে হোতাপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত অপর এক ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিক আপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপের সামনে থাকা ওই দুই জন ঘটনাস্থলে নিহত হন। প্রাথমিকভাবে জানা গেছে নিহতদর একজন ভ্যান কনডাক্টর ও অপর জন পোল্ট্রি ব্যবসাযী।

এ দুর্ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার পর গাড়ীটির চালক পালিয়ে গেছে। মরদেহ দুটো উদ্ধার করা হয়েছে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে জানায় পুলিশ।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে